ফাইনাল জিতে সোনায় আশায় ভারতের ক্রিকেট প্রেমীরা

A G Bengali
শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে উঠে গিয়েছে ভারত। আয়োজক দেশ হেরেছে চার রানে। ভারতের জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন স্মৃতি মন্ধানা। স্মৃতি কথা দিয়েছেন, ফাইনালে যার বিরুদ্ধেই খেলতে হোক, আবার ধুন্ধুমার ইনিংস দেখা যেতে পারে তাঁর ব্যাট থেকে। স্মৃতির কথায়, “গত ২-৩ সপ্তাহ ধরেই ভাল ব্যাটিং করছি। ঠিক ২-৩ বছর আগে এ রকম ভাল ছন্দে ছিলাম। নিজের পুরনো খেলা ফিরে পেয়ে ভাল লাগছে। আশা করি ফাইনালেও এ ভাবেই খেলতে পারব।”

তবে এই জয়ের অন্যতম কারণ হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) আগ্রাসী মেজাজের অধিনায়কত্ব। কীভাবে তিনি দলকে তাতিয়েছিলেন? সেটাই জানালেন তিনি। ম্যাচের শেষে হরমন বলেন, " আজকে আমায় তেঁতে মাঠে নামতেই হত। কারণ আমি যদি নিজের সেরাটা দিই, দলকে উদ্বুদ্ধ করি, তাহলেই তো দলের মনোবল বাড়বে। মনে হবে আমরা যে কোনও জায়গা থেকে ম্যাচ জিততে পারি। পাশাপাশি বিপক্ষও মনে করবে যে আমরা সবসময় ম্যাচের মধ্যে আছি। লড়াই করছি। এক ইঞ্চিও জমি ছাড়ছি না।" সাধারণত ঠান্ডা মাথার হরমনপ্রীত শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে তেঁতে ছিলেন। দলের প্রতিটি উইকেট, প্রতিটি সেভে তাঁর আগ্রাসী ভঙ্গিমা ফুটে উঠছিল। ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। মারকুটে মেজাজে স্মৃতি মান্ধানা ৩২ বলে ৬১ রান করেন। জেমাইমা রডরিগেজ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন। এরপর দীপ্তি শর্মা এবং স্নেহ রানার বোলিংয়ে ভর করে ইংল্যান্ডকে ১৬০ রানেই থামিয়ে দেয় ভারত।

Find Out More:

Related Articles: