ভারতীয় দলের কাছে ইতিহাসের হাতছানি

A G Bengali
ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে নয়টি ওডিআই সিরিজ খেলেছে, কিন্তু একবারও ক্লিন সুইপ করার সুযোগ পায়নি টিম ইন্ডিয়া। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো অধিনায়কের নেতৃত্বে টিম ইন্ডিয়া যা করতে পারেনি এবার শিখর ধাওয়ানের নেতৃত্বে সেটাই করতে চায় ভারত। প্রথম দুটি ম্যাচ খুব ক্লোস হয়েছিল। সেই ম্যাচে হারতে হারতে জিতেছে ভারত। তাই টিম ইন্ডিয়ার কাছে ক্লিন সুইপ করে ইতিহাস তৈরি করাটা খুব একটা সহজ হবে না। ভারতীয় দল ১৯৮২-৮৩ সালে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলতে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল। তখন দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। তিন ম্যাচের সিরিজ তখন ভারত ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজে মধ্যে খেলা নয়টি সিরিজের মধ্যে ভারত জিতেছে পাঁচটিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে চারটি সিরিজ। ১৯৮৮৮-৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়াকে ক্লিন সুইপ করেছিল। তখন পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত।

অন্যদিকে, জিনেদিন জিদানের দেশ যে ক্রিকেট খেলে, সেটাই অনেকের কাছে অজানা। বিস্ময়ের পরিমাণটা বিশ্বরেকর্ড করে এক ধাপে কয়েক গুণ বাড়িয়ে দিলেন গুস্তাভ ম্যাকঁ। ফরাসি এই ব্যাটার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সব থেকে কম বয়সে শতরান করার বিশ্বরেকর্ড করলেন। ১৮ বছর ২৮০ দিন বয়সে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি। আফগানিস্তানের হজরতুল্লা জাজাইয়ের রেকর্ড ভাঙলেন তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউরোপীয় অঞ্চলের ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬১ বলে ১০৯ রান করেন এই ওপেনার। তাঁর ইনিংসে পাঁচটি চার, ন’টি ছয় রয়েছে।


Find Out More:

Related Articles: