শততম টেস্ট ম্যাচ খেলা নিয়ে ম্যাথিউজ যা বললেন

A G Bengali
পাকিস্তানের বিরুদ্ধে রবিবার ক্রিকেটজীবনের শততম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে এমনই বললেন তিনি। শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রীড়াসূচি নিয়ে খুশি নন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার ক্রীড়াসূচিতে আগামী ১৮ মাসে বেশি টেস্ট ম্যাচ না থাকায় হতাশ ম্যাথুজ। তিনি বলেছেন, ‘‘মাত্র সাতটা টেস্ট ম্যাচ রয়েছে আমাদের সূচিতে। এটা খুবই হতাশজনক। আশা করব শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা আমাদের আরও কয়েকটা টেস্ট খেলার ব্যবস্থা করে দেবেন।’’ ম্যাথুজ আরও বলেছেন, ‘‘পছন্দের তালিকায় অবশ্যই টেস্ট ক্রিকেট সবার প্রথমে থাকবে। লাল বলের ক্রিকেটই আমার সবথেকে পছন্দ। অধিকাংশ সেরা ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলতে চায়।’’

অন্যদিকে, নতুন বিনিয়োগকারীর সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। তবে নতুন হেড কোচ হিসেবে বিনো জর্জকে (Bino George) বেছে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগ (Kolkata League) ও ডুরান্ডের (Durand Cup) জন্য ইস্টবেঙ্গলের কোচ হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছেন বিনু জর্জ। এ বার দল নিয়ে মাঠে নেমে পড়তে চান তিনি। কেরলের বাড়ি থেকে শনিবার জি ২৪ ঘণ্টাকে ফোনে বিনু বললেন, "বুধবারেই কলকাতা যাচ্ছি।" জানা গিয়েছে, লাল-হলুদের নতুন লগ্নিকারী সংস্থা তাঁর সঙ্গে কথা বলার পরেই বিনুর নাম চূড়ান্ত হয়েছে। ফোনে বিনু বলেন, "বৃহস্পতিবারের মধ্যেই আমাকে দ্রুত কলকাতা যেতে বলা হয়েছে। যদিও আমি তার আগেই কলকাতা যেতে চাইছি। সে কারণেই আমি বুধবার যেতে চাইছি। এখনও আমাকে টিকিট পাঠানো হয়নি। আশা করছি আগামী দু-একদিনের মধ্যে তা পেয়ে যাব। কলকাতা গিয়ে দ্রুত দল গুছিয়ে মাঠে নেমে পড়তে হবে। যদিও আমি এখনও চুক্তিপত্র হাতে পাইনি।"

Find Out More:

Related Articles: