ধোনিদের বিরুদ্ধে নাকে বর্ম পরে নামলেন ধবন

frame ধোনিদের বিরুদ্ধে নাকে বর্ম পরে নামলেন ধবন

A G Bengali
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ রানে হেরে যেতেই মহেন্দ্র সিং ধোনির দলের অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের মতো হল। রবিবার প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল পাঁচবারের আইপিএল জয়ী দল। আর এ বার ছিটকে গেল চারবারের চ্যাম্পিয়ন সিএসকে। গত ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন ফিনিশার ধোনি। গ্যালারি জুড়ে উঠেছিল ‘মাহি মার রাহা হ্যায়’ ধ্বনি। বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে চোখের পলকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন এমএস। এদিনও যখন জয়ের জন্য চেন্নাইয়ের ৪ বলে ২০ রান দরকার, তখন বুকে একরাশ আশা নিয়ে ধোনির দিকেই তাকিয়ে ছিলেন হলুদ জার্সির সমর্থকরা। কিন্তু রোজ রোজ আর ম্যাজিক হয় না। এ দিন হল না। আর তখন শেষ জয়ের স্বপ্ন।

তবে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচে শুধু বল হাতে নয়, বর্ম দিয়েও নজর কাড়লেন ঋষি। বিজয় হজারে ট্রফিতে দুর্দান্ত খেলেছিলেন ঋষি। ব্যাটে, বলে তাঁর দাপট হিমাচল প্রদেশকে ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রফি এনে দেয়। নিলামে ঋষিকে ৫৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল পঞ্জাব। কিন্তু নাকে চোট থাকার কারণে শুরু থেকে খেলানো যাচ্ছিল না তাঁকে। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বার এ বারের আইপিএলে মাঠে নামেন তিনি। নাকের চোট পুরোপুরি না সারায় মুখের উপর এক ধরনের বর্ম পরে নেমেছিলেন। তবে শুরুটা উথাপ্পা, স্যান্টনার, শিবম দুবেদের উইকেট তুলে নিয়ে চেন্নাই টপ অর্ডারে ধাক্কা দিতে জয়ের গন্ধ পেতে শুরু করে পঞ্জাব। ২৩ রানে ২ উইকেট নিয়ে ফের একবার দাপট দেখালেন কাগিসো রাবাদা। (এই প্রতিবেদনের ছবি আইপিএল থেকে নেওয়া)

Find Out More:

Related Articles:

Unable to Load More