আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দু’টি টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। দলে ফিরেছেন শাকিব আল হাসান। পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন শাকিব। ৩৫ বছরের অলরাউন্ডারই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি। চোটের জন্য দলে রাখা হয়নি অভিজ্ঞ জোরে বোলার তাসকিন আহমেদকে। তাঁর বদলে দলে এসেছেন জোরে বোলার রেজাউর রহমান। রেজাউরের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। চোট মুক্ত হলে তাসকিনকে দ্বিতীয় টেস্টের দলে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আর এক জোরে বোলার শরিফুল ইসলাম দলে থাকলেও তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। আশা করা হচ্ছে তিনি খেলতে পারবেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বিপর্যয়ের পরেও অধিনায়ক মোমিনুল হকের উপরই আস্থা রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা।
অন্যদিকে, বাইশ গজের যুদ্ধে এই দুজন অনেকটা 'শোলে'-এর সেই বিখ্যাত 'জয়-বীরু'-র মতো। বিপক্ষের বিরুদ্ধে কঠিন পরিস্থিতির মধ্যেই নিজের খেয়ালে গান গাইতেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। 'নজফগড়ের নবাব'-এর সেই গানগুলোর শ্রোতা ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এহেন মাস্টার ব্লাস্টারকে 'ভগবান' বলে ডাকেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার। বিস্ফোরক মেজাজে ব্যাট করার জন্য নিজের আলাদা পরিচিতি গড়েছিলেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর সোশ্যাল মিডিয়াতেও তিনি নিত্যনতুন চমক দিয়ে যাচ্ছেন। ঠিক সেই ভাবে কোলের উপর কয়েকটা কলা রেখে প্রিয় 'ভগবান'-কে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরু। তাঁর এই মজার শুভেচ্ছা প্রদান যে মুহূর্তে ভাইরাল হবে, এতে আবার নতুন কথা কী!