সপ্তমবার কাপ হাতে তুলল অস্ট্রেলিয়া

A G Bengali
মেগা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England Women) ৭১ রানে হারিয়ে ফের একবার বিশ্বজয়ী হল অজি প্রমীলাবাহিনী। দুরন্ত শতরান করে ফাইনালে নজর কাড়লেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। ফলে নাতালি স্কিভার (Natalie Sciver) লড়াকু মানসিকতা দেখিয়ে ১৪৮ রানে অপরাজিত থাকলেও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না। অস্ট্রেলিয়া মহিলা দলের এই ওপেনার-উইকেটকিপার মাত্র ১৩৮ বলে ১৭০ রান করলেন। ১৮৮ মিনিট ক্রিজে থেকে তাঁর এই মহাকাব্যিক ইনিংস ২৬টি চার দিয়ে সাজানো ছিল। একইসঙ্গে এই ইনিংস খেলে যে কোনও বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজির গড়লেন তিনি। স্বভাবতই স্ত্রী-র সাফল্যে উচ্ছ্বসিত স্বামী মিচেল স্টার্ক (Mitchell Starc)। রবিবার ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে অ্যালিসা শতরান পূর্ণ করতেই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন অস্ট্রেলিয়া পুরুষ দলের তারকা পেসার স্টার্ক। সোশ্যাল মিডিয়ার যুগে এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, নজির গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং মিচেল স্টার্ক। ২০১৫ সালে অস্ট্রেলিয়া পুরুষদের ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সে বার অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা নেন স্টার্ক। আট ম্যাচে ২২ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। সে বার অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের দিনে স্বামীর পাশেই ছিলেন হিলি। মাঠেও যান জাতীয় দলকে সমর্থন করতে। বিশ্বকাপ হাতে নিয়ে স্টার্ক ছবি তোলেন স্ত্রীর সঙ্গে। ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল সাত বছর পর। এ বার বিশ্বকাপ জিতলেন হিলি। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনালে শতরান করে নতুন রেকর্ডও গড়েছেন স্টার্ক পত্নী। ফাইনালের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এবার দেশের জার্সি গায়ে বিশ্বকাপ হাতে স্বামীকে পাশে নিয়ে ছবি তুললেন হিলি।

Find Out More:

Related Articles: