টি-২০ ইতিহাসের সামনে দাঁড়িয়ে মহম্মদ নবি (Mohammad Nabi)। কেকেআরের (KKR) আফগান অলরাউন্ডার যদি চেন্নাই-কলকাতা ম্যাচের প্রথম একাদশে থাকেন এবং ব্যাট করার সুযোগ পান, তাহলে মাত্র চারটি রান করতে পারলেই বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসাবে নবি অনন্য কীর্তি স্থাপন করবেন। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নবির ৫০০০ রান করার পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হয়ে যাবেন। টি-২০ ক্রিকেটে মাত্র চারজন ক্রিকেটারের ৫০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেট রয়েছে। তাঁরা হলেন-কায়রন পোলার্ড (Kieron Pollard), শাকিব আল হাসান (Shakib Al Hasan), আন্দ্রে রাসেল (Andre Russell) ও ডোয়েন ব্র্যাভো।
অন্যদিকে, ফের বড় ঝুঁকি নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ দিন তৃতীয় সেশনের শুরুতেই ইনিংস ডিক্লেয়ার করে দিলেন তিনি। পাকিস্তানের সামনে জেতার জন্য লক্ষ্য দিলেন ৩৫১ রান। শেষ সেশনে ভাল খেললেন পাকিস্তানের দুই ওপেনার। কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান করেছেন তাঁরা। ফলে ফয়সালার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে শেষ দিনে। দু’দলই ম্যাচ জিততে পারে। তবে একটু হলেও এগিয়ে রয়েছে পাকিস্তান। চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার শুরুটা ভাল করেন। পাকিস্তানের বোলারদের দেখে খেলছিলেন তাঁরা। অর্ধশতরান করার পরে শাহিন আফ্রিদির হলে আউট হন ওয়ার্নার। তিনি আউট হওয়ার পরে মার্নাশ লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন খোয়াজা। চলতি সিরিজে দুরন্ত ব্যাটিং করলেন খোয়াজা। খুব সহজে পাক বোলারদের খেলছিলেন তিনি। লাবুশেন ৩৬ রান করে আউট হলেও শতরান করেন খোয়াজা।