ভারতীয় ক্রিকেট বোর্ডেরচারটি ক্যাটাগরি রয়েছে। 'এ প্লাস' (বার্ষিক বেতন ৭ কোটি টাকা), 'এ' (বার্ষিক বেতন ৫ কোটি টাকা), 'বি' (বার্ষিক বেতন ৩ কোটি টাকা) ও 'সি' (বার্ষিক বেতন ১ কোটি টাকা)। শেষ বার ২৮ জন ক্রিকেটারের সঙ্গে বার্ষিক চুক্তি করেছিল বিসিসিআই। এবার ২৭ জন ক্রিকেটার চুক্তির আওতায় এসেছেন। বলাই বাহুল্য দলের চার মহারথী রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন 'এ প্লাস' ক্যাটাগরিতে। রিপোর্ট বলছে পূজারা, রাহানে এবং ইশান্ত শর্মা 'গ্রেড এ' থেকে নেমে 'গ্রেড বি'-তে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছেন এই তিন সিনিয়র ক্রিকেটার। সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়ে প্রকাশ্য়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন ঋদ্ধিমান। তিনি 'গ্রেড বি' থেকে নেমে এসেছেন 'গ্রেড সি'-তে। অর্থাৎ বছরে ৩ কোটি টাকার বদলে ১ কোটি টাকা পাবেন বঙ্গজ ক্রিকেটার।
অন্যদিকে, দেশের মাটিতে সমর্থকদের সামনে সেই টেস্ট খেলবেন কোহলী। মুকুটহীন কোহলী। টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেই ইতি টেনে দিয়েছিলেন সেই পর্বে। আর লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নতুন রাজা রোহিত। বিরাটের খুলে রাখা মুকুট পরে তিনিও প্রথম বার নীল ব্লেজার পরে টস করতে যাবেন লাল বলের ক্রিকেটে। মোহালি সাক্ষী থাকবে সেই দুই ঘটনার। কিন্তু কোহলীর শততম টেস্ট নিয়ে যে আবেগের বিচ্ছুরণ চোখে পড়ছে, রোহিতের নতুন ইনিংস নিয়ে সেটা কি রয়েছে? চণ্ডীগড়ের রাস্তায় বিরাটের শততম টেস্ট নিয়ে একাধিক বিজ্ঞাপন, মাঠে দর্শক ঢুকতে পারবে জানার পর টিকিটের জন্য লাইন, বিসিসিআই-এর তরফে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের বার্তা, এ সবই তো বিরাটের জন্য।