আজ ইডেনে সিরিজ নির্ণায়ক ম্যাচ। জিতলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। তবে আজকে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ? প্রথম ম্যাচে শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে টিম গড়েছিল ভারত। যদিও সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিলো বলেই জানিয়েছিল রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। সেখানে শ্রেয়াস আইয়ারকে ফের একবার প্রথম একাদশের বাইরে বসতে হবে।
অন্যদিকে, অবশেষে তিন অঙ্কের রানের দেখা পেলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আন্তর্জাতিক আঙিনায় দীর্ঘ সময়ের রান না পাওয়ার অন্ধকার কাটিয়ে রান নামক আলোর মুখ দেখলেন ভারতীয় দলের তারকা টেস্ট ব্যাটার। ঘরোয়া ক্রিকেটের রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022) হাত ধরেই বড় রানে ফিরে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের বছর তেত্রিশের ব্যাটার। বৃহস্পতিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে রাহানে অপরাজিত সেঞ্চুরি (২৫০ বলে ১০৮ রান) করেন। রাহানে ঝকঝকে ইনিংস ১৪টি চার ও জোড়া ছক্কায় সাজান। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রঞ্জির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্রের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পৃথ্বী শ-র মুম্বই। মাত্র ৪৪ রানে মুম্বইয়ের প্রথম তিন উইকেট চলে যায়। ক্যাপ্টেন পৃথ্বী ওপেন করতে নেমেছিলেন এ গোমেলের সঙ্গে। মাত্র ১ রান করে উনাদকাটের বলে ক্য়াচ তুলে ফিরে যান পৃথ্বী। তিনি আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর দেখানো পথ ধরেন গোমেল (৮) ও সচিন যাদব (১৯)। ৪৪ রানে তিন উইকেট চলে যাওয়া দলের স্কোর ২৬৩ রানে নিয়ে যান রাহানে ও সরফরাজ খান (২১৯ বলে ১২১, ১৫টি চার ও ২টি ছয়)। ২১৯ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন রাহানে-সচিন।