দেশ জুড়ে করোনায় দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী

A G Bengali
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫,৯১০। রবিবার এই সংখ্যা ছিল ৬,৮০৯। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, কেরল ও মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা এখনও হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরল ও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১,৩০৬ ও ১,২০৫। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে কর্নাটক (৬০০), তামিলনাড়ু (৪৭০) ও রাজস্থান (২৮৪)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কেরলে সাত জন, মহারাষ্ট্রে তিন জন, কর্নাটকে দু’জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, মণিপুর এবং জম্মু ও কাশ্মীরে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার এই সংখ্যা ছিল ২৬।

অন্যদিকে, রবিবার সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল মুম্বই। শহরতলির রাস্তাঘাট ডুবে যায়। উত্তর বান্দ্রা থেকে বোরিভেলি পর্যন্ত পরিস্থিতি খুবই বিপর্যস্ত হয়ে ওঠে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা ঋতুর যে স্বাভাবিক বৃষ্টি, এ তা নয় বলেই জানিয়েছেন আবহবিদেরা। দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় অবশ্য এতটুকু বৃষ্টি হয়নি বলেই জানা গিয়েছে। সান্তাক্রুজ অবজার্ভেটরি শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে বৃষ্টিপাত রেকর্ড করেছে। যখন দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয় না তখন তীব্র তাপমাত্রাজনিত আবহাওয়ার পরিস্থিতি থেকেও কখনও কখনও বৃষ্টি হয়। তবে সেগুলিকে 'শর্ট স্পেল শাওয়ার' হিসেবেই চিহ্নিত করে আবহাওয়া দফতর।

Find Out More:

Related Articles: