ভারতের নতুন সূর্য রবি বিষ্ণোই

A G Bengali
দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে ভরাডুবির পর নতুন নেতার হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় ভারতীয় দল। সেই তাগিদ প্রতি ম্যাচেই লক্ষ্য করা যাচ্ছে। দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টস ভাগ্যও ভারতের দিকে গেল। সতীর্থ বিরাটের মতো রোহিতের টস ভাগ্য ‘হতাশাজনক’ নয়। এ দিন তিনি টসে জিতলেন। এবং শিশির নামক বিপক্ষকে একেবারে উড়িয়ে দেওয়ার জন্য বেছে নিলেন ফিল্ডিং। তবে আন্তর্জাতিক ম্যাচে শুরুতেই নজর কাড়লেন রবি বিষ্ণোই। চার ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রবি। 

তবে ৪৮ রানের জুটি গড়ে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আয়ার। ১১৪ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পরে চাপে পড়ে যায় ভারতীয় শিবির। সেই জায়গা থেকে সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে মাঠ ছাড়লেন সূর্য ও বেঙ্কটেশ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার জানিয়ে দিলেন, বেঙ্কটেশের ব্যাটিং দেখেই তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। দু’জনের মধ্যে কী আলোচনা হয়েছিল জুটি গড়ার সময়? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার বলেন, ‘‘বেঙ্কটেশ আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলছিল। ওকে দেখেই আমার সাহসও বেড়ে যায়। একে অপরকে বলেছি স্বাভাবিক ব্যাটিং করব। তার ফলই পেলাম। প্রথম ম্যাচ জিতে দল কিছুটা স্বস্তিতে থাকল।’’ অভিষেকের দিনেই ম্যাচের সেরা রবি বিষ্ণোই। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তরুণ রিস্টস্পিনার। তাঁর বোলিংয়েও মুগ্ধ সূর্য। বলেন, ‘‘ছন্দে থাকাকালীন অভিষেক হয়েছে রবির। খুব ভাল প্রতিভা। স্বাভাবিক ভাবেই বল ভিতরের দিকে আসে। ওকে খেলার কোনও অভিজ্ঞতা নেই বিপক্ষের। তাই সামলাতেও সমস্যা হচ্ছিল।’’

Find Out More:

Related Articles: