নতুন ইনিংস শুরু করলেন রবি শাস্ত্রী

frame নতুন ইনিংস শুরু করলেন রবি শাস্ত্রী

A G Bengali
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হেড কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রবি শাস্ত্রীর। নতুন দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তবে রবি শাস্ত্রী বসে থাকলেন না। শুরু করে দিলেন পরবর্তী ইনিংস।
শনিবার বিরাট কোহলিদের প্রাক্তন হেডস্যার ট্যুইট করে জানিয়ে দিলেন কেরিয়ারের নতুন ইনিংসের কথা। ৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের হাত ধরে শুরু হল স্পোর্টস ম্যানেজমেন্ট ও মার্কেটিং সংস্থা স্পোর্টিং বিয়ন্ড (Sporting Beyond)। শাস্ত্রীর সঙ্গে রয়েছেন পাপিয়া গুহ ও জয়বীর পানওয়ার। রবির সংস্থা দেশে স্পোর্টস সায়েন্স এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিদেশি সংস্থার সঙ্গেও গাঁটছড়া বেঁধে কাজ করবে। শাস্ত্রী এদিন লেখেন, "আমার ৩.০ সংস্কার আসছে। গর্বের সঙ্গে আমার পরবর্তী অধ্যায়ের ঘোষণা করছি। পাপিয়া গুহ ও জয়বীর পানওয়ারের সঙ্গে স্পোর্টিং বিয়ন্ড শুরু করলাম। আমি এগিয়ে যাওয়ার আগে অসাধারণ কয়েকজন মানুষকে ধন্য়বাদ জানাই। তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনি, অজিঙ্কা রাহানে, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও কোচ আর শ্রীধর।"

অন্যদিকে, ২০১০ সাল। নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের আগে ভিভিএস লক্ষ্মণ চোট থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি। রোহিত শর্মা ম্যাচের দিন সকালে ফুটবল খেলতে গিয়ে চোট পান। যেহেতু ওই সময়ের মধ্যে নতুন কোনও ব্যাটসম্যানকে দলে ঢোকানো সম্ভব ছিল না, ভারতের টেস্ট দলে সুযোগ পেয়ে যান ঋদ্ধিমান সাহা। লক্ষ্ণণ-রোহিতের চোটে চিচিং ফাঁকের মতো ঋদ্ধির সামনে টেস্ট দলের দরজা খুলে গিয়েছিল। একের পর সেই চোটই এখন জাতীয় দলে ঋদ্ধির দরজা চিচিং বন্ধ করে দিতে চলেছে। ঋদ্ধির চোটের তালিকায় নতুন সংযোজন ঘাড়ের চোট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের তৃতীয় দিন, শনিবার হঠাৎ দেখা যায় ঋদ্ধি নেই। তার বদলে কিপিং করতে নেমেছেন শ্রীকর ভরত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায়, ‘ঘাড়ে ব্যথা হয়েছে ঋদ্ধিমানের। বোর্ডের মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তাঁর চিকিৎসা চলছে। তাঁর বদলে কিপিং করবেন ভরত।’

Find Out More:

Related Articles:

Unable to Load More