ভারতকে হারাতে পাক দলকে পরামর্শ ইমরানের

A G Bengali
১৯৯২ সালে কী ভাবে সব হিসেব উল্টে তাঁরা বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাহিনি বাবরের দলকে শুনিয়েছেন তৎকালীন অধিনায়ক ইমরান খান। শনিবার সাংবাদিক বৈঠকে এসে বাবর বললেন, “এখানে আসার আগে আমাদের কথা হয়েছে। সেখানেই উনি ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের মানসিকতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।” শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গেও কথা হয়েছে তাঁর। বাবর বলেছেন, “চেয়ারম্যান আমাদের শান্ত থাকতে বলেছেন। কারণ শান্ত থাকলেই সাফল্য ধরা দেবে। বাইরে থেকে অনেক কথাই বলা হবে। কিন্তু সে সবে পাত্তা না দিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ম্যাচের দিন নিজেদের একশো শতাংশ উজাড় করে দিতে হবে।”

অন্যদিকে, মহম্মদ বশির (Mohammed Bashir), ক্রিকেট ফ্যানেদের কাছে আজ এই নামটা আর অজানা নয়। যদিও তিনি পরিচিত  'চাচা শিকাগো' (Chacha Chicago) নামে। ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচে যিনি সম্প্রীতির বার্তাবহক হয়ে হাজির হয়ে যান মাঠে। পাকিস্তানি বংশোদ্ভূত বশির থাকেন শিকাগোয়। তাঁর কাছে দল বলতে পাকিস্তান আর খেলোয়াড় মানে এমএস ধোনি (MS Dhoni)।  বশির ধোনির অন্ধ ভক্ত। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনাল এবং ২০১৪ টি-২০ বিশ্বকাপে বশিরকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন ধোনিই। সেই বশির ফের হাজির দুবাইয়ে। দেখতে চান রবির ইন্দো-পাক মহারণ। আশা করছেন এবারও তাঁর ত্রাতা হয়ে উত্তীর্ণ হবেন 'মেন্টর ধোনি'। ব্যবস্থা করে দেবেন টিকিটের। বশির বিশেষ মাস্ক ও বিশেষ জার্সি বানিয়েছেন।

Find Out More:

Related Articles: