জয়ে ফিরল আর্জেন্টিনা

A G Bengali
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রবিবার তারা ৩-০ ব্যবধানে হারাল উরুগুয়েকে। অদ্ভুত গোল করে ফের আলোচনায় লিয়োনেল মেসি। অন্যদিকে, কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ব্রাজিল। নেশন‌্স লিগে, স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতল ফ্রান্স। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় গোল করেন মেসি। উরুগুয়ের অর্ধে বল ধরে কিছুটা এগিয়ে সতীর্থ নিকোলাস গঞ্জালেজকে পাস বাড়িয়েছিলেন তিনি। কিন্তু গঞ্জালেজ সেই ক্রসে পা ঠেকাতে পারেননি। বিপক্ষের গোলকিপারও বিভ্রান্ত হয়ে যাওয়ায় বল সোজা গিয়ে জালে জড়ায়।

অন্যদিকে, তিন সপ্তাহ আগে ড্যানিয়েল চিমাকে (Daniel Chima) সই করিয়েছিল ইস্টবেঙ্গল। অবশেষে নরওয়ের স্ট্রাইকারকে চলে এলেন ভারতে। ইস্টবেঙ্গল গোয়ায় প্রাক মরসুমের প্রস্তুতি নিচ্ছে। গোয়ার হোটেলেই সরাসরি উঠলেন চিমা। আমির দেরভিসেভিচকে, টমিস্লাভ মারচেলার, ফ্রাঞ্জো পার্চের পর ইস্টবেঙ্গল চতুর্থ বিদেশি হিসেবে দলে নিয়েছে চিমাকে। এক বছরের চুক্তিতে নরওয়ের এই স্ট্রাইকার এসেছেন ক্লাবে। নিজের দেশের হয়ে তিনবার প্রথম ডিভিশন লিগ জিতেছেন চিমা। নিজের দেশের হয়ে তিনবার প্রথম ডিভিশন লিগ জিতেছেন চিমা। 

৫ ফুট ১১ ইঞ্চির বছর তিরিশের নাইজেরিয়ার স্ট্রাইকার যে ইস্টবেঙ্গলে আসবেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। নরওয়ের ক্লাব মোল্ড এফকে-র হয়ে তিনবার সে দেশের লিগ জিতেছেন চিমা। নরওয়ে, চিন ও ফিনল্যান্ডের মতো দেশের হয়েও বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। এখন দেখার ইস্টবেঙ্গলের হয়ে আইসএসএলে কী ফুল ফোটাতে পারেন তিনি। অষ্টম আইএসএলে লাল-হলুদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর। প্রতিপক্ষ জামশেদপুর এফসি।

Find Out More:

Related Articles: