কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে সৌরভ যা বললেন

A G Bengali
বহুদিন ধরেই বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল এদিনের বিরাটের টুইটে। তিন ফর্ম্যাটের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্বের আড়ালে চাপা পড়ে যাচ্ছিল ক্রিকেটার বিরাট। টুইটে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবেও সেই চাপের কথাই উল্লেখ করেছেন বিরাট কোহলি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কথা বলেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।
আর কোহলির অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর খবর সামনে আসার পরেই 'কিং কোহলি'কে বিশেষ সম্মান জানালেন মহারাজ। বিসিসিআই-এর বিবৃতিতে সৌরভ বলেছেন, "বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সমস্ত ফরম্যাটে বিরাট সাফল্যের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও সুদৃঢ় করার জন্যই বিরাট এমন পদক্ষেপ নিল। টি-টোয়েন্টি ফরম্যাটে ও অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স করেছে। আশা করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর অধিনায়কত্বে দল ভাল খেলবে। এবং বরাবরের মতো এবারও বিরাটকে অনেক রান করতে দেখতে পাব।" "বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সমস্ত ফরম্যাটে বিরাট সাফল্যের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও সুদৃঢ় করার জন্যই বিরাট এমন পদক্ষেপ নিল। টি-টোয়েন্টি ফরম্যাটে ও অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স করেছে। আশা করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর অধিনায়কত্বে দল ভাল খেলবে। এবং বরাবরের মতো এবারও বিরাটকে অনেক রান করতে দেখতে পাব।"

Find Out More:

Related Articles: