রোনাল্ডো নন, কাকার সেরা লিওনেল মেসি

A G Bengali

মেসি নাকি রোনাল্ডো! কে বড় ? এই প্রশ্ন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয়। এই নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এই নিয়ে এবার মন্তব্য করলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার কাকা। রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর সঙ্গে খেললেও মেসি কাকার কাছে সেরা বলে মন্তব্য এই কিংবদন্তী মিডফিল্ডারের। কাকার যুক্তি, ‘‘আমি ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলেছি। নিশ্চিত ভাবেই ও এক বিস্ময়। কিন্তু তার পরেও আমি সেরা বাছব মেসিকে। ও আক্ষরিক অর্থেই অনন্য প্রতিভা। যে ভাবে মেসি খেলে তা এককথায় অবিশ্বাস্য।’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 
A post shared by Leo Messi (@leomessi) on

Find Out More:

Related Articles: