দিল্লির কথা

A G Bengali
হোমHall of Factজানেন কবে থেকে দিল্লি জাগবে ২৪ ঘণ্টাই, সারা রাতও চলবে বাস-মেট্রো, খোলা থাকবে মল-দোকান জানেন কবে থেকে দিল্লি জাগবে ২৪ ঘণ্টাই, সারা রাতও চলবে বাস-মেট্রো, খোলা থাকবে মল-দোকান The Fact Infoজুন ১০, ২০২১ ভারতের রাজধানী দিল্লিকে ঢেলে সাজানোর মাস্টার প্ল্যান এই লকডাউনের মধ্যেই তৈরি হয়ে গেল। ২০৪১ সালের মধ্যে দিল্লিকে ২৪X৭ শহর বানানোর সব মাস্টার প্যান তৈরি হয়ে গেল। 24X7 শহর মানে দিল্লি কখনই ঘুমোবে না। সারা দিন-রাত সচল থাকবে দেশের রাজধানী। মেট্রো-বাস সারাদিনের মত সারা রাত ধরে চলবে। সারা রাত ধরেই খোলা থাকবে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। দোকান, বাজার, শপিং মলও সব সময় খোলা থাকবে। 

দিল্লিকে কীভাবে 24X7 শহর বানানো যায় তার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে সাধারণ মানুষের কাছে অনলাইনে্র মাধ্যমে সাজেশান চাওয়া হয়েছে। রাতের দিল্লিকে সাজানোর জন্যও নিয়ে হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। ২০২৮ সালের মধ্যে দিল্লিকে সম্পূর্ণ ট্র্যাফিক মুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।  আরও বেশি গ্রিন জোন বাড়ানোর পরিকল্পনাও তৈরি হয়েছে। দূষণ মুক্ত যমুনা নদীর পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে মজার কথা হল ২০২১ সালের মধ্যে দিল্লিকে 24X7 শহর বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু দেশের রাজধানী শহর এখনও রাত ১২টার পর ঝিমিয়ে পড়ে। দেশের অর্থনীতি চাঙ্গা হতে হলে দেশের রাজধানী শহরকে 24X7 শহর করাটা খুবই প্রয়োজন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সমাজের অর্থনৈতিক কার্যকলাপ দিনের যত সময় ধরে চলে ততই পরোক্ষভাবে চাঙ্গা হয় অর্থনীতি।

Find Out More:

Related Articles: