কোপার পুরস্কার

A G Bengali
শাপমোচন হল লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে অবশেষে তিনি ট্রফি জয় করেন। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা কাপ জয় করেছিল লা অ্যালবেসেলেস্তের দল। ২০১৪ সালে এই মারাকানা স্টেডিয়ামেই জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা। সেই ক্ষত আজও দগদগে। অবশেষে আজ কাঙ্খিত জয়টা পেয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের জয়সূচক গোলটা করেন অ্যাঞ্জেল দি মারিয়া। বিশ্বকাপের পর পরপর দু'বার কোপার ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁর টিমকে। চোখের জলে মাঠ ছেড়েছিলেন তিনি। অভিমানে বলেছিলেন আর দেশের হয়ে তিনি খেলবেন না। কিন্তু আজ মেসি হাসছেন। তাঁর দেশকে কোনও ট্রফি জেতানোর বহু বছরের স্বপ্ন স্বার্থক হলো রিও ডি জেনেইরোতে। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের সব ট্রফি জিতলেও, বাকি ছিল দেশের হয়ে ট্রফি জেতার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরো কাপ আছে। অথচ মেসির কোনও জাতীয় দলের হয়ে ট্রফি ছিল না। এখন মেসি-রোনাল্ডোর এই ব্যবধানও ঘুচে গেল।

এবার পুরস্কারের তালিকা দেখে নেওয়া যাক-
* বিজয়ী আর্জেন্টিনা পেল ৬.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৮ কোটি ৪১ লক্ষ ৬৮ হাজার ৭৫০ টাকা)
* রানার্স ব্রাজিল পেল ৩.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২৬ কোটি ০৭ লক্ষ ০৬ হাজার ২৫০ টাকা)
* সোনার বুট পেলেন লিওনেল মেসি ( ৪ গোল করেছেন, ৫ গোল করিয়েছেন)
* গোল্ডেন গ্লভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়িনা মার্টিনেজ (৪টি ক্লিনশিট)
* সোনার বলও পেলেন মেসি
* ফাইনালের সেরা ফুটবলার হলেন অ্যানহেল ডি মারিয়া

Find Out More:

Related Articles: