হলুদ জার্সি পরার জন্য মুখিয়ে রয়েছেন রায়না

A G Bengali
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না। দুবাই থেকে গত বছর আইপিএল শুরুর আগেই ফিরে এসেছিলেন ‘ব্যক্তিগত’ কারণে। রায়নার এমন আচরণের পর তাঁকে এই বার দলে নাও রাখা হতে পারে বলে গুঞ্জন ছিল। বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিলেও রায়নাকে রেখে দেয় চেন্নাই। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে মুম্বই পৌঁছে যাওয়ার খবর জানান তিনি। দুবাই থেকে ফিরে স্বাভাবিক ভাবেই নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। বুধবার চেন্নাই দলের নতুন জার্সি সামনে আনেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়কের সেই ভিডিয়ো টুইট করে রায়না লেখেন, ‘সেনাবাহিনির প্রতি দারুণ শ্রদ্ধা দেখাল চেন্নাই এবং ধোনি। নতুন এই জার্সি পরের জন্য মুখিয়ে রয়েছি। নিজের হৃদয় দিয়ে খেলব’।
অন্যদিকে, সোমবার এই তিন ডিভিশনের ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন IFA-র নবনিযুক্ত সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকে নতুন মরশুমে বয়সভিত্তিক লিগ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত বিভিন্ন ক্লাবে বেশি বয়সের ফুটবলার আর খেলতে পারবেন না। এই সিদ্ধান্তকে 'টিম IFA-র ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর কথায়, 'তৃতীয়  থেকে পঞ্চম ডিভিশনের ৫টি বিভাগে ১১৫টি ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাব যদি অনুর্ধ্ব ১৬ থেকে অনুর্ধ্ব ২০ বয়সীমার ৩০ জন করে ফুটবলারকে নিয়ে দল গড়ে, তাহলে সাড়ে তিন হাজারেরও বেশি ফুটবলার পাওয়া যায়। তাঁদের মধ্যে থেকে প্রতিভাবান ১০ শতাংশ ফুটবলারকে বেছে নেওয়ার ইচ্ছা আছে'।

Find Out More:

Related Articles: