জরিমানা দিতে হল কোহলী, ভুবিদের
অন্যদিকে, ট্রফি উঠল বিরাট কোহলির হাতে। পাঁচ ম্যাচের সিরিজে ফল ছিল ২-২। শেষ T-20-তে যে জিতবে, সিরিজ তার। এই পরিস্থিতিতে এদিন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হারেন বিরাট। ভারতকে আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। আর শুরুতেই চমক। রোহিত শর্মার সঙ্গে ওপেন করে নামেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। ফলও মেলে হাতেনাতেই। গত কয়েকটি ম্যাচে যখন শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছিল ভারত, তখন উল্টো ঘটনা এদিন। মাত্র ৯ ওভারেই ৯৪ রান তুলে ফেলেন রোহিত ও বিরাট। ৬৮ রানে আউট হয়ে যান রোহিত। বিরাট কিন্তু শেষপর্যন্ত অপরাজিত থেকে যান। মাত্র ১৭ বল খেলে ৩৯ রানে ইনিংস খেললেন হার্দিক। সম সংখ্যক বলে সূর্যকুমারের সংগ্রহ ৩১ রান। নির্ধারিত ২০ ওভারে ভারতের রান ২২৪।