জরিমানা দিতে হল কোহলী, ভুবিদের

A G Bengali
অপরাধ সেই একই, মন্থর বোলিং। তবে এবার শাস্তি দ্বিগুণ। ম্যাচ পারিশ্রমিকের ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বিরাট কোহলীদের। কারণ এবার নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছেন ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুররা। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। মাঠের দুই আম্পায়ার নীতিন মেনন ও অনিল চৌধুরি এবং তৃতীয় আম্পায়ার অনন্তপদ্মনাভন দেখেন ভুবনেশ্বর, শার্দূলরা ২ ওভার কম বল করেছেন। এরপর তাঁরা ম্যাচ রেফারি শ্রীনাথকে রিপোর্ট দেন। তার ভিত্তিতে কোহলীদের প্রত্যেকের ম্যাচ পারিশ্রমিকের ৪০ শতাংশ জরিমানা করেন তিনি। আইসিসি-র নিয়মে বলা আছে মন্থর বল করার জন্য ওভার পিছু ২০ শতাংশ জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট দলের প্রত্যেককে।
অন্যদিকে, ট্রফি উঠল বিরাট কোহলির হাতে। পাঁচ ম্যাচের সিরিজে ফল ছিল ২-২। শেষ T-20-তে যে জিতবে, সিরিজ তার। এই পরিস্থিতিতে এদিন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হারেন বিরাট। ভারতকে আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। আর শুরুতেই চমক। রোহিত শর্মার সঙ্গে ওপেন করে নামেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। ফলও মেলে হাতেনাতেই। গত কয়েকটি ম্যাচে যখন শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছিল ভারত, তখন উল্টো ঘটনা এদিন। মাত্র ৯ ওভারেই ৯৪ রান তুলে ফেলেন রোহিত ও বিরাট। ৬৮ রানে আউট হয়ে যান রোহিত। বিরাট কিন্তু শেষপর্যন্ত অপরাজিত থেকে যান। মাত্র ১৭ বল খেলে ৩৯ রানে ইনিংস খেললেন হার্দিক। সম সংখ্যক বলে সূর্যকুমারের সংগ্রহ ৩১ রান। নির্ধারিত ২০ ওভারে ভারতের রান ২২৪।

Find Out More:

Related Articles: