রান নেই অজি অধিনায়কের ব্যাটে

A G Bengali
বিগ ব্যাশ লিগেও চলছে রানের খরা। এমন পরিস্থিতিতে আক্রমণ করা হল ফিঞ্চের স্ত্রী অ্যামি গ্রিফিথসকে। পাল্টা উত্তর দিলেন তিনিও। নেটমাধ্যমে গ্রিফিথসের উদ্দেশে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়। বলা হয় ফিঞ্চের উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। গ্রিফিথস পাল্টা লেখেন, ‘আমার চামড়া যথেষ্ট মোটা। সাধারণত এই ধরনের আক্রমণ আমি উপেক্ষা করি। তবে এই বার সব সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে’। এই ধরনের নেটাগরিকদের ‘কীবোর্ড যোদ্ধা’ বলেছেন ফিঞ্চ-পত্নী। এই ধরনের আক্রমণ যদিও নতুন নয়। বিরাট কোহালির খারাপ ছন্দ চলার সময় স্ত্রী অনুষ্কা শর্মা বারবার নেটমাধ্যেমে আক্রমণের শিকার হয়েছেন। গ্রিফিথসও জানিয়েছেন বহু বার তাঁকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে। ফিঞ্চ চেষ্টা করছেন ছন্দ ফিরে পেতে, তাও জানিয়েছেন গ্রিফিথস।
অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।

Find Out More:

Related Articles: