হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যার জেরে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা-বাংলা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ৮ থেকে ১১ অগাস্ট অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। এর জেরে সমুদ্র উত্তাল হতে চলেছে। এই আবহে মৎস্যজীবীদের ৮ অগস্ট থেকে সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের আজকে বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে ৯ থেকে ১০ অগস্ট অর্থাৎ মঙ্গল এবং বুধবার বেশি বৃষ্টি হবে। কলকাতায় ১০ অগস্ট বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও অবশ্য কলকাতায় আকাশ দিনভর মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে ভারী বর্ষণে বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। তবে এই বৃষ্টির কারণে কৃষিকাজের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ আজও ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে।