পন্থের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তাঁরই এই সতীর্থ
তবে পুজারার বিশ্বাস, ভুল থেকে ঠিক শিখবেন পন্থ। বলেছেন, “কিছু সময় ওকে ধৈর্য দেখাতে হবে এবং ক্রিজে যে-ই থাকুক, তার সঙ্গে কী ভাবে লম্বা জুটি বাঁধা যায়, সেটা ভাবতে হবে। দলকে আগে রাখার ভাবনা ওর মধ্যে রয়েছে। তাই বেশিক্ষণ ক্রিজে পড়ে থাকলে ও বড় রান করতে পারে এবং দলকে সাহায্য করতে পারে। আশা করি ও ভুল থেকে শিখবে।” অন্যদিকে, এখনও পর্যন্ত টেস্টে এই নিয়ে মোট ৪ বার ৯০-এর ঘরে আউট হলেন ঋষভ। তাঁর অভিষেকের পর থেকে টেস্টে ৯০-এর ঘরে আর কোনও ব্যাটসম্যান এত বার আউট হননি। ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় ঋষভের। তারপর থেকে ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজমের। তিনি ৩ বার ৯০-এর ঘরে আউট হয়েছেন।
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে শুধু মহেন্দ্র সিংহ ধোনির এর থেকে বেশি বার ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড আছে। তিনি মোট ৫ বার নড়বড়ে ৯০-তে ফিরেছেন। এই তালিকায় ঋষভ জায়গা করে নিলেন ইংল্যান্ডের অ্যালান নট ও অস্ট্রেলিয়ার রডনি মার্শের সঙ্গে। নট এবং মার্শেরও ৪ বার করে ৯০-এর ঘরে আউট হওয়ার নজির আছে।