"আমি ভাল আছি, নতুন জীবন ফিরে পেলাম" : সৌরভ

frame "আমি ভাল আছি, নতুন জীবন ফিরে পেলাম" : সৌরভ

A G Bengali
বুধবারই বাড়ি ফেরার কথা থাকলেও সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) সিদ্ধান্ত নিয়েছিলেন আরও একদিন হাসপাতালে থেকে বিশ্রাম নেবেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বেহালার বাড়িতে ফিরলেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President Sourav Ganguly)। হাসপাতাল থেকে বেরিয়ে এলেন তিনি। তার পরই চিকিৎসকের কথা শেষ হতেই বললেন, ‘‘চিকিৎসক, নার্স থেকে হাসপাতাল কর্মী এবং গুণমুগ্ধদের ধন্যবাদ।’’ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ির পথে এই কথাটুকুই বলে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার ছাড়া পাওয়ার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় জমান ‘মহারাজ’-এর ভক্তরা। প্রায় একই রকম ছবি ছিল বেহালার বীরেন রায় রোডের বাড়ির সামনেও। বাড়ি ফিরে একবার বেরিয়ে আসেন সৌরভ। সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি ভাল আছি। জীবন ফিরে পেলাম। ধন্যবাদ।’’ 

Find Out More:

Related Articles:

Unable to Load More