কে এই রাসিখ সালাম দার?

A G Bengali
আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের চমক রাসিখ সালাম দার। কিন্তু কে এই রাসিখ ? রাসিখ জম্মু-কাশ্মীরের ক্রিকেটার। উপত্যকার তৃতীয় ক্রিকেটার হিসেবে সুযোগ পান আইপিএলে। সেটা ২০১৯ সালে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিলামে কেনে। খেলার সুযোগ পান মাত্র একটি ম্যাচে। তার পর আর আইপিএলে দেখা যায়নি রাসিখকে। বুধবার সেই মুম্বইয়ের বিরুদ্ধেই তাঁকে দেখা গেল নাইটদের জার্সি গায়ে। রাসিখের বয়স ২২। বলের গতি বেশ ভাল। বাড়ি কুলগাঁওয়ে আশমুজি এলাকায়। দু’টি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ইরফান পাঠানের এই ছাত্র। নিয়েছেন ৭টি উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় তালিম পেয়েছেন জাহির খানের কাছেও। তরুণ এই জোরে বোলারকে নিলামে ২০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। রাসিখের বলে রয়েছে ছোট ছোট সুইং। তাঁকে পছন্দ হয়েছে কেকেআর কোচ ব্র্যান্ডন ম্যাকালামেরও। দলের টুইটার হ্যান্ডলে সে কথা জানিয়েছেনও।

প্রসঙ্গত, এ বারও ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে আর ৫৪ রান করলেই বিরাট কোহলিকে (Virat Kohli) ছুঁয়ে ফেলতে পারতেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক। কিন্তু সেটা হল না। তবে এ দিন ফের একবার শুরুতেই ফিরে গেলেন 'হিট ম্যান'। তাও আবার মাত্র ৩ রান করে উমেশ যাদবের (Umesh Yadav) বলে আউট হলেন তিনি। ফলে ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার পূর্ণ করতে তাঁর অপেক্ষা আরও বাড়ল। টিম ইন্ডিয়ার (Team India) সতীর্থ বিরাটকে ছুঁয়ে এই নজির গড়তে হলে রোহিতকে এখনও ৫১ রান করতে হবে।

Find Out More:

Related Articles: