আইসিসিতে সৌরভই ফের ভারতীয় বোর্ডের ডিরেক্টর

A G Bengali
আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, আইসিসি-তে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম আরও একবার মনোনীত হল। বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতোই বোর্ডের প্রতিনিধিত্ব করবেন শাহ। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কেন্দ্র হিসেবে কলকাতা, মুম্বই, আমদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বাছা হয়েছে। 
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  শুধু বেঙ্গালুরুতে নয়, এবার থেকে পাঁচটি বিভিন্ন অঞ্চলে থাকবে এনসিএ। একের পর এক ভারতীয় ক্রিকেটাররা চোট পাচ্ছেন। তাঁদের চোট নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে নির্দিষ্ট তথ্য থাকছে না। এরকম নানা অভিযোগ উঠেছে এনসিএ-কে নিয়ে। তাই বিসিসিআই ঠিক করেছে, দেশে একাধিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হবে। বেঙ্গালুরুর অ্যাকাডেমির ওপর থেকে চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

Find Out More:

Related Articles: