আইসিসি বেছে নিতে চলেছে এই দশকের সেরা ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন মাত্র ২ ভারতীয়। একজন অবশ্যই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালি এবং অন্যজন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সকলকে অবাক করে এই তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বা ওপেনার রোহিত শর্মার। তবে ধোনি বা রোহিত যে একেবারে বাদ পড়েছেন এমন নয়। একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটারের হওয়ার জন্য যে তালিকা তৈরি হয়েছে, তাতে রয়েছেন দু’জনেই। এই তালিকাতেও জায়গা করে নিয়েছেন বিরাট। তিন ভারতীয় ছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও কুমার সঙ্গকারা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স।