আজ চার মাইলস্টোনের দোরগোড়ায় মহেন্দ্র সিং ধোনি
১) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ক্যাচ ধরলেই উইকেটকিপার হিসেবে আইপিএলে সেঞ্চুরি পূর্ণ হবে মহেন্দ্র সিং ধোনির। উইকেটরক্ষক হিসেবে এর আগে ১০০ ক্যাচ নিয়েছেন কেকেআরের দীনেশ কার্তিক।
২) আইপিএলের সাড়ে চার হাজার রানের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাহি। ৪৪৭৬ রান করেছেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ রান করলেই সাড়ে চার হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।
৩) আইপিএলে এখন পর্যন্ত ধোনি ২১২ টি ছক্কা মেরেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজ ৮ টা ছক্কা হাঁকালেই এবি ডেভিলিয়ার্সকে (২১৯টি ছয়) টপকে যাবেন মাহি।
৪) টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ধোনির ব্যাট থেকে এসেছে ২৯৮ টি ছক্কা। আজ দুটি ওভার বাউন্ডারি মারতে পারলেই, টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছক্কার মালিক হয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয়দের মধ্যে এর আগে এই নজির করেছেন রোহিত শর্মা (৩৬১ ছক্কা) ও সুরেশ রায়না (৩১১ ছক্কা)।
আজ কি মাহি ম্যাজিক দেখা যাবে ? অপেক্ষায় ধোনি ভক্তরা।