প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের, শেষ ২০০ রানের মধ্যেই

A G Bengali

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শোচনীয় ব্যাটিং বিপর্যয় ভারতের। নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা লেগেছে ভারতীয় ব্যাটসম্যানদের। ২০০ রানেরও কম রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রছম ইনিংসে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে পাঁচ উইকেটে ১২২ রান নিয়ে শুরু করেছিল ভারত। টস হেরে শুক্রবার ব্যাট করতে নেমেছিল বিরাট কোহালির দল। কিন্তু, নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একমাত্র অজিঙ্ক রাহানেই লড়ছিলেন। দিনের শেষ সেশন অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এ দিন সকালে প্রথম ফেরেন ঋষভ পন্থ। রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি। ১৯ করেন তিনি। ১৩২ রানে পড়েছিল ভারতের ষষ্ঠ উইকেট। রাহানে ফেরার পর ভারতের রানকে দেড়শোর গণ্ডি পার করে দিয়েছিলেন মহম্মদ শামি। তাঁর ২০ বলে ২১ রানের মধ্যে ছিল তিনটি চার। সাউদির বলে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৬৫ রানেই দাঁড়ি পড়ল ভারতের ইনিংসে। কোনও রান না করে অপরাজিত থাকলেন বুমরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Ball out of the Bowlers hand and Chholle Bhature for a cheat meal deserve the same kind of focus. 👀😄

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Find Out More:

Related Articles: