টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াই ফেভারিট : স্টিভ ওয়

A G Bengali

২০১৯ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া। ভারত দেখিয়ে দিয়েছিল ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারে। কিন্তু এবারে নাকি ফল উল্টোই হবে। অস্ট্রেলিয়াই ফেভারিট হিসাবে মাঠে নামবে। অন্তত এমনটাই মত অজি প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়র। স্টিভ বলেছেন, “সিরিজে অস্ট্রেলিয়াই আমার মতে ফেভারিট। আমরা এখানের পিচ সম্পর্কে জানি। আর দিন-রাতের টেস্ট তো ভারতের কাছে এখনও নতুন ব্যাপার। বিরাট কোহালি যে ভাবে চ্যালেঞ্জ নিয়েছে তাতে অবশ্য আমি খুশি। বিশ্বের সেরা দল হতে গেলে অ্যাওয়ে টেস্টও যতটা সম্ভব বেশি জিততে হবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Ashes urn retained! Whilst we all wanted to win the Ashes this has been a remarkable turnaround by this team since Cape Town. Onwards and upwards !! #ashes2019 #ausveng #retention #justinlanger

A post shared by Steve Waugh (@stevewaugh) on

Find Out More:

Related Articles: