ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে ‘পিঙ্ক বল’ সম্পর্কে জেনে রাখুন এই ৯টি অজানা তথ্য

ARPAN GHOSH

সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের মসনদে বসার পরই নিয়েছেন একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো থেকে শুরু করে একাধিক সিদ্ধান্ত। এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত দেশে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে সেই ঐতিহাসিক ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটে আকর্ষণ ফেরাতে যা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মত ক্রিকেট মহলের। আর এই ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি বলে। আর এই গোলপি বল প্রস্তুত করেছে SG কোম্পানি। সিএবি মিডিয়া সূত্রে এই বল সম্পর্কে পিঙ্ক বল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেগুলি কী কী দেখে নেওয়া যাক –

 

আরও পড়ুন : দিন-রাতের টেস্ট কেন খেলা হবে গোলাপি বলে, কারণ জানেন?


১) SG ব্র্যান্ড ১৯৫০ সাল থেকে বল প্রস্তুত করছে। এই কোম্পানি উত্তরপ্রদেশের মিরাটের।

 

২) পিঙ্ক বল বানাতা ৮ দিনের মতো সময় লাগে

 

৩) পিঙ্ক বল বানানো হয় ইমপোর্টেল লেদার দিয়ে

 

৪) বলের ভিতর অর্থাত ইনার কোর অফ বল তৈরি হয় কর্ক আর রাবার দিয়ে

 

৫) এই বলের ওজন ১৫৬ গ্রাম

 

৬) এর ব্যাস ২২.৫ সেমি

 

৭) এই বলে তিন ধরনের স্টিচ আছে। একটি লিপ স্টিচ এবং দুটি প্রোনাউন্সড স্টিচ

 

৮) আর স্টিচের দরুন বল গ্রিপ করতেও সুবিধা হবে ডিউ থাকাকালীন

 

৯) ইতিমধ্যেই কোম্পানির তরফে ৬ ডজন পিঙ্ক বল দেওয়া হয়েছে ম্যাচের জন্য

 



Find Out More:

Related Articles: