রাজ্যের মন্ত্রীর হাতে পুরস্কার নিয়ে পরের দিনই ঘুষ নিতে গিয়ে গ্রেফতার এই পুলিশ

GHOSH ARPAN

যে হাতে স্বাধীনতা দিবসের পুরস্কার নিয়েছিলেন, সেই হাতেই ঘুষ নিয়ে হাতানাতে গ্রেফতার হতে হলো। হ্যাঁ, এরকমও ঘটনা ঘটে। ঘটনাটি তেলেঙ্গানার মেহবুবনগর জেলার। ১৫ অগাস্ট কর্তব্য নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য যাকে সেরা কনস্টেবলের পুরস্কার দেওয়া হলো সেই কিনা পরের দিন ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলো। অভিযুক্ত কনস্টেবলের নাম তিরুপতি রেড্ডি। তেলেঙ্গানার মেহবুবনগর জেলার আই টাউন থানার কনস্টেবল। স্বাধীনতা দিবসের দিন রাজ্যের মন্ত্রী শ্রীনিবাস গৌড়ার হাত থেকে সেরা কনস্টেবলের পুরস্কার নিয়েছিলেন এই তিরুপকি রেড্ডি। সেখানে ছিলেন জেলার পুলিশ সুপার রিমা রাজেশ্বরীও।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, তেলেঙ্গানার মেহবুবনগর জেলার আই টাউন থানা এলাকায় এক ব্যবসায়ী এম রমেশ বাবু নামে বহুদিন ধরপেই তিরুপতি রেড্ডির নামে অভিযোগ করছিলেন। দীর্ঘদিন ধরেই কনস্টেবল রেড্ডি হেনস্থা করছিলেন পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তিকে। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ যেমন ছিল, তেমনি ঘুষ না দিলে ট্রাক আটকে দেওয়া ও বাজেয়াপ্ত করে দেওয়ার মতোও অভিযোগ এনেছেন ওই ব্যবসায়ী। অবশেষে বাঝ্য হয়ে দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানান এম রমেশবাবু। তারপরই তদন্ত শুরু এসিবি। এবং ফাঁদ পাতা হয় কনস্টেবল রেড্ডির জন্য। সেই পাতা ফাঁদেই পা দিলেন স্বাধীনতা দিবসে পুরস্কার প্রাপ্ত ওই কনস্টেবল। যদিও কাকতালীয়ভাবে সেটা স্বাধীনতা দিবসের পরের দিনই ঘটে। ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হয় অভিযুক্ত তিরুপতি রেড্ডিকে। রেড্ডির ইউনিফর্মের পকেট থেকে সেই টাকা পাওয়া গিয়েছে। তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।      

 



Find Out More:

Related Articles: