মৌসুমি বায়ু সক্রিয় দেশে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা ও বাংলা উপকূলের এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে অভিমুখে রয়েছে।আবহাওয়া দফতরের সতর্কবার্তা আজ ও কাল মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে কয়েক জেলায়। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে।
অন্যদিকে, বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। মঙ্গল বা বুধবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা। গত সাত দিনের মতো না হলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জল বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।