নিরাপত্তা বাড়ল রাজ্যপালের

A G Bengali
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor C V Anand Bose)-এর নিরাপত্তা বাড়ানো হল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs - MHA) একটি নির্দেশিকা জারি করেছে, সেখানে বলা হয়েছে যে এখন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জেড প্লাস (Z+ Category Security) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। সূত্রে খবর, বাংলার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রের নিযুক্ত কমিটির সদস্য ছিলেন আনন্দ বোস। তাই তার উপর হামলা হতে পারে, এমনটাই আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Investigative Agency)। সেই কারণেই রাজ্যপাল আনন্দ বোসের নিরাপত্তা বাড়ালো কেন্দ্র। সারা দেশ জুড়ে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (Central Reserve Police Force - CRPF)-এর যে কম্যান্ডোরা (Commandos) রয়েছেন, তাঁরা বাংলার রাজ্যপালের নিরাপত্তার কাজে নিযুক্ত থাকবেন সময় ও স্থান অনুযায়ী।
ভারতে নিরাপত্তা শ্রেণিবিভাগ (Security Category in India)
বিপদের আশঙ্কা পর্যালোচনা ও মূল্যায়ন (Asses and Review of the Threat and Danger) করার পর, সিকিউরিটি ক্যাটেগরিকে (Security Category) পাঁচটি গ্রুপে ভাগ করা  হয় এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করা হয়। পাঁচটি ভাগ হল – এক্স, ওয়াই, জেড, জেড প্লাস এবং এসপিজি (X, Y, Z, Z+, and SPG)।  এছাড়া, আরও অনেক নিরাপত্তা শ্রেণিবিভাগ উপলব্ধ রয়েছে। এই ধরনের নিরাপত্তা ভিআইপি ও ভিভিআইপি (VIPs and VVIPs), ক্রীড়াবিদ (Athletes), বিনোদনকারী (Entertainers), অন্যান্য হাই-প্রোফাইল ব্যক্তি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের (Other High-Profile or Political Figures) দেওয়া হয়। এরমধ্যে জেড প্লাস হল কেন্দ্রীয় সুরক্ষা প্রদানের সর্বোচ্চ শ্রেণি (Highest Category)। বিপদের আশঙ্কার উপর নির্ভর করে সাধারণত ৩৫ থেকে ৪০ জন কম্যান্ডো রোটেশনাল বেসিসে নিরাপত্তার কাজে নিযুক্ত থাকেন। অন্যদিকে ওয়াই ক্যাটেগরিতে ১১ জন স্থায়ী সুরক্ষা কর্মী নিযুক্ত করা হয়, এর মধ্যে দু’জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (Personal Security Officers - PSO) থাকেন।

Find Out More:

Related Articles: