৩০ ডিসেম্বর চালু হবে জোকা মেট্রো!

A G Bengali
জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো লাইনের প্রথম ফেজের কাজ সম্পন্ন হয়েছে। এই আবহে জানা যায়, জোকা মেট্রোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে তিনি তা করেননি। এই আবহে আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীই এই রুটে মেট্রো রেলের সূচনা করতে পারেন বলে জানা গিয়েছে। 'ওয়ান ট্রেন সিস্টেম' অনুযায়ী জোকা-তারাতলার মধ্যে মেট্রো চলবে। অর্থাৎ জোকা থেকে একটি মেট্রো ছাড়বে। তা তারাতলা হয়ে ফের জোকায় ফিরবে। জোকা থেকে তারাতলার দূরত্ব ৬.৫ কিলোমিটার। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা – এই ছ’টি স্টেশন ধরবে এই রুটে। স্বাভাবিক গতিতে মেট্রো ছুটলে জোকা থেকে তারাতলা যেতে লাগবে ১৮ থেকে ১৯ মিনিট। আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে পাঁচ টাকা।   

অন্যদিকে, দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা? পূর্ব রেলের তোড়জোড়ের বহর দেখে অনেকেই এমনটা বলছেন। এই জল্পনা যে অমূলক নয় তার ইঙ্গিত মিলেছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর কথায়। তিনি বলেন, ‘‘বন্দে ভারতের জন্য যে বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন, সেই কাজ প্রায় শেষ। হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের ঝিল সাইডে গেলেই দেখা যাবে। সেই কাজ শেষ হয়ে গেলে তো আমরা যে কোনও দিন চালাতে পারি। বন্দে ভারতের ৬ নম্বর রেকটি সম্ভবত আমরাই পাচ্ছি। যদি পাই তাহলে আমরা যুদ্ধকালীন তৎপরতায় প্রথম রেক হিসাবে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চালাব, এ রকমই আমাদের পরিকল্পনা।’’ রেল সূত্রে খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে পারে বাংলার প্রথম বন্দে ভারতের।

Find Out More:

Related Articles: