রাজ্যে দ্রুত নামছে পারদ

A G Bengali
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড থেকে অবাধে ঢুকছে পশ্চিমা বাতাস। তার হিমেল ছোঁয়ায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু-হু করে নামছে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এমনই থাকবে তাপমাত্রা। সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব বজায় থাকবে। জেলায় জেলায় আরও নামতে পারে পারদ।

গতকাল আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সোমবার তা আরও ১ ডিগ্রি কমেছে। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। এ ছাড়া, সোমবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। মঙ্গলবার পর্যন্ত রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবারের পর পরবর্তী ৩ দিন তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়তে পারে।

Find Out More:

Related Articles: