দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর (Weather)। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প বেশি তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে রবিবারের সারাদিনে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকবে।
অন্যদিকে, শহরে দূষণের ১০টি ‘হটস্পট’ চিহ্নিত করল কলকাতা পুরসভা। ওই ১০টি জায়গার মধ্যে মানিকতলা মেন রোড, ক্যানাল সাউথ রোড যেমন রয়েছে, তেমনই রয়েছে আনন্দপুর, মুকুন্দপুরও। রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর ওই ১০টি জায়গায় ‘এয়ার পলিউশন মনিটরিং স্টেশন’ তৈরির জন্য ইতিমধ্যেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে আবেদন জানিয়েছে। নবান্ন সূত্রে এমনটাইজানা যাচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, শহরে দূষণের হটস্পট চিহ্নিতকরণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই মতোই রাজ্য পরিবেশ দফতর সরকারের অন্য দফতরগুলির সঙ্গে সমন্বয় গড়ে তোলে। দূষণ নিয়ন্ত্রণে কোন দফতর বা কোন সংস্থা কী পদক্ষেপ করবে, তা ঠিক করা হয়। কলকাতা পুরসভার উপরে দায়িত্ব পড়ে শহরে দূষণের হটস্পটগুলি চিহ্নিত করার জন্য। সেই মতো পুরসভার বায়ুদূষণ রোধক সেল ১০টি হটস্পট চিহ্নিত করে। উত্তর থেকে দক্ষিণ, শহরের সমস্ত জায়গাতেই ছড়িয়ে রয়েছে ওই হটস্পটগুলি।