উপনির্বাচনে জয়জয়কার বিজেপির। চারটি আসনের মধ্যে ৩ আসনেই জয়ী বিজেপি। একটি আসন দখল করেছে কংগ্রেস। লক্ষ্যনীয় বিষয় হল ওই ৪ আসনের উপনির্বাচনে শোচনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস। টাউন বড়দোয়ালি আসনে জয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ৬,১০৪ ভোটে হারিয়েছেন কংগ্রেসের আশিস সাহাকে। ওই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস ও তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুরমা বিধানসভায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল। তিনি ৪,৫৮৩ ভোটে হারিয়েছেন নির্দল প্রার্থী বাবুরাম সতনামিকে। যুবরাজনগর আসনটিও দখল করেছে বিজেপি। ওই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ। তিনি সিপিএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথকে হারিয়েছেন ৪,৫৭২ ভোটে।
প্রসঙ্গত, গত ২৩ জুন দেশের ছয় রাজ্যের তিন লোকসভা ও সাতটি বিধানসভা আসনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ত্রিপুরার চারটি বিধানসভা আসন। সেখানে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা মুখ্যমন্ত্রী মানিক সাহার। আবার তৃণমূল কংগ্রেসও ত্রিপুরার জমিতে নিজেদের পা শক্ত করতে চাইছিল এই নির্বাচনে। অপরদিকে কংগ্রেস, সিপিএমও নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া ত্রিপুরায়। আগের বিধানসভা নির্বাচনের নিরিখে উপ নির্বাচনের এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপি-র দখলে। এই আবহে দিনভর বিক্ষিপ্ত হিংসার অভিযোগ ওঠে বিরোধীদের তরফে। কংগ্রেস পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া থেকে ভোটারদের মারধরের অভিযোগ ওঠে। এরই মাঝে ৭৬ শতাংশ ভোট পড়ে চার কেন্দ্রে। আজ সেই উপনির্বাচনের ফল প্রকাশ হলো।