তিন দিনের মধ্যে পুরোপুরি বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে

A G Bengali
তিন দিনের মধ্যে পুরোপুরি বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাল আবহাওয়া দফতর। উত্তর পূর্ব ভারত, সিকিম এবং উত্তরবঙ্গের একাংশে শুক্রবারই বর্ষা প্রবেশ করবে। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলায় প্রভাব বিস্তার করবে বর্ষা। আজ থেকেই পার্বত্য ও ডুয়ার্সের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পপূর্ণ অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে তৈরি বজ্রগর্ভ মেঘ থেকে কোনও কোনও জেলায় বজ্র বিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা নতুন করে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, রান্নার গ্যাসের দাম ক্রমাগত বাড়লেও, ভর্তুকি কোথাও শূন্য, কোথাও নামমাত্র (কলকাতায় মাত্র ১৯.৫৭ টাকা)। চাপের মুখে সম্প্রতি শুধু উজ্জ্বলার গরিব গ্রাহকদের সিলিন্ডারে (বছরে ১২টি) ২০০ টাকা ছাড় দিয়েছে কেন্দ্র। ফলে দারিদ্র সীমার উপরে থাকা যে সমস্ত স্বল্প রোজগেরে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, হাজার টাকার বেশি গুনতে গিয়ে তাঁরা বিপর্যস্ত। এই অবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ভর্তুকি না দেওয়ার পক্ষেই সওয়াল করা হল। তেল মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন স্পষ্ট বললেন, রান্নার গ্যাসের ভর্তুকি শুধু উজ্জ্বলা যোজনার গ্রাহকদের প্রাপ্য। বাকিদের বাজার দরেই সিলিন্ডার কিনতে হবে।

Find Out More:

Related Articles: