কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড

A G Bengali
ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাই কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড। রুদ্রপ্রয়াগের সিও প্রমোদ কুমার জানিয়েছেন, হেঁটে যে সব পুণ্যার্থী কেদারনাথে যাচ্ছেন তাঁদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে হোটেলে ফিরে যাওয়ার জন্য। তিনি বলেন, “দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গুপ্তকাশী থেকে আসা পাঁচ হাজার পুণ্যার্থীকে আটকে দেওয়া হয়েছে। হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।” সোমবার সকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও পুণ্যার্থীদের ঢল কমেনি। তার উপরে দু’দিন বৃষ্টির সতর্কতা জারি করায় পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। তাই আগেভাগেই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার।

অন্যদিকে, পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক অনেকটাই কম করেছে কেন্দ্র। ফলে এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমেছে পেট্রোল-ডিজেলের। এবার দাম কমলো সর্ষের তেলের। এর কারণ হল ইন্দোনেশিয়া তার ভোজ্য তেলের রফতানি ফের চালু করায়। ইন্দোনেশিয়া ভোজ্য তেল রফতানি বন্ধ করে দেওয়ায় গোয়া বিশ্বেই ভোজ্যে তেলের দাম এক লাফে বেড়ে যায়। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। ফলে ভারতেও অধিকাংশ তৈল বীজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেই সর্ষের দাম কুইন্টালে কমপক্ষে ১০০ টাকা কম হয়েছে। তৈলবীজের দাম কম হওয়ায় কুইন্টাল প্রতি দাদরি সর্ষের তেলের দাম ২৫০ টাকা কমে ১৫,০৫০ টাকা হয়েছে। অন্যদিকে, ১৫ কেজির কাচ্চি ঘানি ও পাক্কি ঘানির সর্ষের তেলের দাম কমেছে ৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দাম বেড়েছিল সয়াবিন তেলেরও। এবার সয়াবিন তেলেরও দাম কমেছে প্রায় একশো টাকা প্রতি কুইন্টালে। এর পাশাপাশি বাদাম তেলের দামেও ১৫ কেজির টিনে দাম কমেছে ২৫ টাকা। অন্যদিকে, পামোলিন তেলের দাম ৫২০-৬০০ টাকা কমেছে।

Find Out More:

Related Articles: