পরাজয়ের পরই দলকে বার্তা দিলেন অগ্নিমিত্রা

A G Bengali
শত্রুঘ্ন সিনহা আসানসোলে প্রথমবারের জন্য শুধু জোড়া-ফুলই ওড়ালেন না, জিতলেন রেকর্ড ভোটে। ‘বিহারীবাবু’র জয়ের মার্জিন ২.৯৬ লাখ। পরাজয়ের পরই দলকে বার্তা দিলেন অগ্নিমিত্রা। টুইটে জুড়লেন প্রধানমন্ত্রী মোদীকে। কথা দিলেন, হারলেও বাংলার গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে তাঁর লড়াই জারি থাকবে। আসানসোলে ঘরের মেয়ের বড় হার। নিঃসন্দেহে যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা। জানেন অগ্নিমিত্রা। গণনা কেন্দ্র থেকে বেরিয়েই এ দিন বিজেপি প্রার্তী বলেন, ‘এটাকে একটা স্টেপিং স্টোন হিসাবে দেখে আমাদের ২০২৪ এর জন্য তৈরি হতে হবে। শুধু আসানসোলে নয় সব জায়গায়। এত সন্ত্রাস। কিন্তু এই সন্ত্রাস থাকবেই। তৃণমূল মানেই ছাপ্পা, মানুষ খুন। কিন্তু এটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু করতে গেলে তৃণমূলের এই সন্ত্রাসকে ছাপিয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্ত করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। চোখে চোখ রেখে লড়াই করতে হবে।’

উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল। কিন্তু তা সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজের অভিযোগ তুলেছিল বিজেপি। পরাজয়ের পর অবশ্য ‘রিগিং’ অভিযোগকে ঢাল করতে চান না বলে দাবি করেন বিজেপি প্রার্থী। তাঁ

রাজ্য বিজেপি শুধু নয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আসানসোল খুবই গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে গোটা দেশে মোদী হাওয়া দেখা গেলেও বাংলায় সে ভাবে তা কাজ করেনি। দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট করে জয় ছাড়া একমাত্র আসানসোলেই একক শক্তিতে জিতেছিল বিজেপি। সেই আসানসোল হারাতে হল শনিবার।

Find Out More:

Related Articles: