রাজ্যে আজই বৃষ্টির সম্ভাবনা!

A G Bengali
তাপমাত্রা বেড়েছে। তবে আলিপুর ওয়েদার অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বাংলায়। হাওয়া অফিসের খবর, শুক্রবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে আকাশে মেঘ জমতে শুরু করবে। শীতের কামড় অল্প হলেও কমেছে। শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রির আশেপাশে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হলে আরও বাড়বে রাতের তাপমাত্রা। তা হলে কি এ বারের মতো শীত বিদায়, না কি ফের ঘুরে দাঁড়িয়ে কাঁপুনি ধরাবে? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে বঙ্গবাসীকে।

তবে ২৩ তারিখ ও ২৪ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২৩ ও ২৪ তারিখ বৃষ্টি হবে। পশ্চিমের জেলা নদিয়া, বাকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখ থেকে ফের আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গের জেলা দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দুই এক জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের জেলা দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দুই এক জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।  ২৬ জানুয়ারী থেকে ফের কমবে রাতের তাপমাত্রা। তা আরও একবার নামতে পারে ১৩ ডিগ্রির নিচে।

Find Out More:

Related Articles: