ভারতে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

A G Bengali
ফের বাড়ল ভারতের দৈনিক করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল ১৮ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ১৪.৪৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ওমিক্রন রূপে আক্রান্ত হয়েছেন ৮,৯৬১ জন। মঙ্গলবারের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল ৩১০ জন। এই সময়ের মধ্যে দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৬৯ হাজার। যা মঙ্গলবারের চেয়ে প্রায় ২ লক্ষ বেশি।

অন্যদিকে, বিশ্বের পাশাপাশি ভারতও করোনা ও ওমিক্রনের দাপটে বিপর্যস্ত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও ২ লক্ষের ওপরেই রয়েছে। বাড়ছে ওমিক্রনও। এই আবহে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র দিবসে পালিত হবে প্রধান অতিথিহীনভাবেই। ২০২১ সালেও করোনা পরিস্থিতিতে কোনও প্রধান অতিথি প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, এবছর ২৬ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান হয়েছিল এশিয়ার পাঁচ জন নেতাকে। যদিও বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে কিছু প্রকাশ্যে জানান হয়নি। ২০২১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু সেই সময় ব্রিটেনের কোভিড পরিস্থিতি এতটাই সঙ্কটজনক অবস্থার মধ্যে ছিল যে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Find Out More:

Related Articles: