করোনা সংক্রমন দ্রুত গতিতে বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। দিল্লির সব বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তবে এদের মধ্যেও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বন্ধ ওইসব অফিসের কর্মীদের আপাতত বাড়ি থেকেই কাজ করতে হবে। প্রসঙ্গত, রাজধানীর অধিকাংশ সংস্থা ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করছিল। এবার তা প্রত্যাহার করে মঙ্গলবার নয়া নির্দেশিকা জারি করল ডিডিএমএ। অর্থাত্ বেসরকারি অফিসগুলি একশো শতাংশ ওয়ার্ক ফ্রম হোম(Work From Home) মোডে চলে গেল। অবশ্য এর আগেই দিল্লিতে রেস্টুরেন্ট বন্ধ করেছিল ডিডিএমএ। তবে এবার সেখানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক নেওয়া যাবে। তবে হোম ডেলিভিরি ও টেক হোম ফুড দেওয়া র অনুমতি রেস্টুরেন্টগুলিকে দেওয়া হয়েছে।
অন্যদিকে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকালের পূর্বভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বভাস মতো কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তাপমাত্রার পারদও বেড়েছে অনেকটাই। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ বেড়েছে দক্ষিণবঙ্গেও পাশাপাশি উত্তরবঙ্গেও। তবে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি র সম্ভবনা জানিয়েছে হাওয়া অফিস। ডুয়ার্সে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে।