করাচির শেরশাহ এলাকার পরাচা চকে ভয়াবহ বিস্ফোরণ

A G Bengali
পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ১২ বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে অনুমান। জানা গিয়েছে, শেরশাহ এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের সামনের রাস্তায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সম্ভবত মাটির নীচে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ফলে কাছের একটা পেট্রল পাম্পও ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের আধিকারিকদের অনুমান, মাটির নীচে গ্যাস লিক করে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। করাচির অ্যাডমিনিস্ট্রেটর মুর্তাজা ওয়াহাব জানান, ঘটনার এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২ জন। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, নবান্নের কাছে কলকাতামুখী লেনে দুর্ঘটনা। বিকেলে উল্টে যায় একটি ছাইয়ের কন্টেনার বোঝাই লরি। তার তলায় চাপা পড়ে যান এক ব্যক্তি। সেই ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দল ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। ঘটনায় এলাকায় যানজট। স্থানীয় সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ নবান্নের কাছে কোলাঘাট থেকে কলকাতামুখী ছাইয়ের কন্টেনার বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যান এক ব্যক্তি। উল্টানো লরির পাশেই অ্যাম্বুলেন্স এনে, সেখান থেকে অক্সিজেনের নল ঢোকানো হয় চাপা পড়া ব্যক্তির নাকে। এ ভাবেই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দল চেষ্টা করছে, যাতে উল্টে যাওয়া লরির তলা থেকে ওই ব্যক্তিকে বের করে আনা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

Find Out More:

Related Articles: