এবার বলিউড বাদশার সঙ্গে পর্দায় দঙ্গল গার্ল

A G Bengali
দঙ্গল(Dangal) ছবিতে আমির খানের(Aamir Khan) মেয়ের চরিত্রে অভিনয় করে বলিউডে অভিনেত্রী সানায়া মালহোত্রা(Sanya Malhotra)।ববিতা কুমারীর(Babita Kumari) চরিত্রে অভিনয় করে যেমন দর্শকের মন জয় করেছিলেন সানায়া।ঠিক তেমনই আমিরও ভূয়সী প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়ের।মিস্টার পারফেকসনিস্টের(Mr Perfectionist) পর এবার বলিউড বাদশার(Bollywood Badsha) সঙ্গে পর্দায় নজর কাড়তে চলেছেন দঙ্গল গার্ল(Dangal Girl)।পাঠান(Pathaan)-এর সাফল্যের পর সকলের নজর রয়েছে শাহরুখের পরবর্তী ছবি জওয়ান(Jawan)-এর উপর।ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সানায়া মালহোত্রা।শাহরুখের ছবিতে অভিনয় করছেন অথচ,জওয়ান নিয়ে এতদিন সেইভাবে মুখ খোলেননি অভিনেত্রী।তবে সদ্যই ছবি নিয়ে খুল্লামখুল্লা আড্ডায় মাতলেন অভিনেত্রী।সানায়া জানিয়েছেন,শেষ পর্যন্ত জওয়ান নিয়ে কথা বলতে পেরে তিনি উচ্ছসিত।এর আগেও বহুবার ছবির প্রসঙ্গে প্রশ্ন এসেছে তবে বারবারই বিষয়টা কাটিয়ে গিয়েছিলেন সানায়া।


সানায়ার স্বপ্ন ছিল,একদিন না একদিন শাহরুখের সঙ্গে অভিনয় করবেন।অবশেষে জওয়ান ছবিতে সানায়ার সেই স্বপ্নপূরণ হয়েছে।পর্দায় বলিউড বাদশার সঙ্গে নিজেকে দেখার অপেক্ষায় দিন গুণছেন সানায়া মালহোত্রা।অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিতে শাহরুখকে দেখা যাবে ডবল রোলে।নায়িকার চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।ছবির ভিলেন বিজয় সেতুপতি।পাশাপাশি ছবিতে জওয়ান-এ অভিনয় করেছেন সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর,প্রিয়মণি ছাড়াও বেশ কিছু বলিউড ও দক্ষিণী তারকা।ক্যামিও রোলে রয়েছেন সঞ্জয় দত্ত,বিজয় তলপতি ও অল্লু অর্জুন।


২ জুন বড়পর্দায় জওয়ান মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু ছবির পোস্ট প্রোডাকশন এখনও অনেকখানি বাকি রয়েছে।তাই জওয়ান-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন শাহরুখ খান।আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান।তবে শুক্রবারই নেটফ্লিক্সে আসছে সানায়ার নতুন ওটিটি ফিল্ম কাঁঠাল।সোশ্যাল কমেডি ড্রামা ছবিতে অভিনয় করেছেন রাজপাল যাদব রাজ ছাড়াও আর অনেকেই।

Find Out More:

Related Articles: