ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ

A G Bengali
এজবাস্টন টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ভারতের হয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা কাঁধে-কাঁধ মিলিয়ে করেছেন পন্থ ও জাদেজা। ১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন আগুনে ইনিংস খেলেলেন পন্থ। ৮৯ বলে সেঞ্চুরি এসেছে পন্থের। আর এর সঙ্গেই পন্থ ভেঙে দিলেন কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) ১৭ বছরের পুরনো রেকর্ড। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসাবে ধোনি দ্রুততম টেস্ট শতরানের রেকর্ড করলেন। ২০০৫ সালে ধোনি পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে টেস্ট শতরান করেছিলেন। পন্থ প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে জোড়া শতরান করার নজির গড়লেন। এশিয়ার বাইরে পন্থের ব্যাট থেকে চলে এল চতুর্থ টেস্ট শতরান। ভারতের বাকি উইকেটকিপার-ব্যাটারদের মিলিত প্রয়াসে রয়েছে ৩টি সেঞ্চুরি।

অন্যদিকে, শুক্রবার তাই জ়ু ইংয়ের কাছে ২১-১৩, ১৫-২১, ১৩-২১ গেমে হেরেই চলতি মালয়েশীয় ওপেন ব্যামিন্টনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু। তবে ভারতীয় তারকা বিনা যুদ্ধে জমি ছাড়েননি। প্রথম গেম অসাধারণ খেলে জিতে নেন। দ্বিতীয় গেমে ব্যর্থ হলেও নির্ণায়ক তৃতীয় গেমে রীতিমতো হাড্ডাবাড্ডি লড়াইয়ের পরে বিদায় নেন ভারতীয় তারকা।প্রণয়ের ক্ষেত্রেও ছবিটা একই ধরনের। সাম্প্রতিক সময়ে ক্রিস্টির কাছে বারবার পরাস্ত হয়েছেন তিনি। মার্চ মাসেও সুইস ওপেনে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছেই হার মানতে হয়েছিল প্রণয়কে। তবে শুক্রবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই-ই করতে পারেননি প্রণয়। মাত্র ৪৪ মিনিটে শেষ হয়ে যায় ম্যাচ। ক্রিস্টির পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ২১-১৬। যদিও এ বারের মালয়েশীয় ওপেনে সাড়া জাগিয়েই অভিযান শুরু করেছিলেন প্রণয়।

Find Out More:

Related Articles: