আন্তর্জাতিক আর্থিক তহবিল (International Monetary Fund) বা আইএমএফ (IMF)-এর প্রশাসনিক স্তরে পদোন্নতি হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক গীতা গোপীনাথের (Gita Gopinath) ৷ এতদিন আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ ছিলেন তিনি ৷ আর এবার ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের (Gita Gopinath to be promoted First Deputy Managing Director of IMF) পদে তাঁকে উন্নীত করা হচ্ছে ৷ বিশ্ব অর্থনীতিতে তাঁর অবদান এবং চরম আর্থিক সঙ্কটের সময় বিভিন্ন পরিস্থিতিকে চিহ্নিত করার ক্ষমতার জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ৷
কোভিডে ঘায়েল বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াই গত পৌনে দু’বছর খুঁজে চলেছেন গীতা-ক্রিস্টালিনা জুটি। এখন ওমিক্রন স্ট্রেন যখন ফের চোখ রাঙাচ্ছে, তখন অর্থনীতির উপরে তার বিরূপ প্রভাব মোকাবিলার দায়িত্ব আরও বেশি করে বর্তাবে গীতার উপরে। তাঁর নিজের কথায়, ‘‘এফডিএমডি পদে কাজের সুযোগ পেয়ে আমি সম্মানিত ও অভিভূত।’’ গীতার জন্ম কলকাতায়। পেশার সূত্রে বাবা টি ভি গোপীনাথকে কয়েক বছর থাকতে হয়েছিল পশ্চিমবঙ্গে। গীতার জন্ম তখনই। পিনারাই বিজয়ন কেরলের মুখ্যমন্ত্রী হওয়ার পরে গীতাকে আর্থিক উপদেষ্টা করেছিলেন। এফডিএমডির কাজ হবে বিশ্ব পরিস্থিতি ও নীতিতে নজর রাখা। গবেষণা এবং প্রকাশনার কাজ সামলানো। খারাপ সময়ে বিশ্ব অর্থনীতির বিশ্লেষণ ও সংস্থা পরিচালনায় গীতার উপরে পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি। এফডিএমডির কাজ হবে বিশ্ব পরিস্থিতি ও নীতিতে নজর রাখা। গবেষণা এবং প্রকাশনার কাজ সামলানো। খারাপ সময়ে বিশ্ব অর্থনীতির বিশ্লেষণ ও সংস্থা পরিচালনায় গীতার উপরে পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি।