জাওয়াদ আতঙ্কে বহু ট্রেন বাতিল করল রেল

A G Bengali
জাওয়াদ আতঙ্কে বহু ট্রেন বাতিল করল রেল। প্রবল বেগে পূর্বভাগের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad)। অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad)-এর ফলে ইতিমধ্যে একগুচ্ছ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল (Indian Railways)। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের ফলে ৩ ডিসেম্বর থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় অল্প বৃষ্টি হবে। ৪ ডিসেম্বর বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৫ ডিসেম্বর বৃষ্টির দাপট বাড়বে। উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৬ ডিসেম্বরও বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে কোহলী বলেছেন, “দলের অভিজ্ঞ সদস্যদের সঙ্গে কথা বলেছি। রাহুল (দ্রাবিড়) ভাই নিজে থেকেই এ নিয়ে কথা বলা শুরু করে। বোর্ডের থেকে দ্রুত এ ব্যাপারে ব্যাখ্যা চাইছি আমরা। আগামী এক-দু’দিনের মধ্যে আশা করি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” “দলের অভিজ্ঞ সদস্যদের সঙ্গে কথা বলেছি। রাহুল (দ্রাবিড়) ভাই নিজে থেকেই এ নিয়ে কথা বলা শুরু করে। বোর্ডের থেকে দ্রুত এ ব্যাপারে ব্যাখ্যা চাইছি আমরা। আগামী এক-দু’দিনের মধ্যে আশা করি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”  উল্লেখ্য, আগামী শনিবার কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানে এই বিষয়টি উঠতে পারে। রবিবারের মধ্যেই সরকারি ভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের।

Find Out More:

Related Articles: