জাঁকিয়ে শীত পড়ছে না এখনই

frame জাঁকিয়ে শীত পড়ছে না এখনই

A G Bengali
দোড়গোড়াতে এসেও যেন আসছে না। সৌজন্যে নিম্নচাপ। হ্যাঁ, এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভবনা নেই। অন্তত হাওয়া অপিসের পূর্বাভাস তাই বলছে। তবে শীত আসবে নিম্নচাপ কেটে গেলেই। আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঢুকেছে বঙ্গোপসাগরে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আগামি ৪৮ ঘন্টায় তামিলনাড়ু উপকূলে প্রভাব ফেলবে ঘূর্ণাবর্ত। এগোবে অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে। আন্দামান ও নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৭.২ থেকে বেড়ে আজ তাপমাত্রা ১৮.৩। আগামি কয়েকদিন রাতের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। দিনের তাপমাত্রাও এই মুহুর্তে আর নামার সম্ভাবনা নেই। বৃহষ্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। শুক্র অথবা শনিবারের পরে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আর এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও শীতের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে নিম্নচাপ। আবহবিদদের মতে, বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুই ঘূর্ণাবর্তের জেরেই শীতের আগমনের পথে বাধা তৈরি হয়েছে। রাজ্যের পরিমণ্ডলে ঠিকভাবে ঢুকতে পারছে না শীতল বাতাস। আর এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও শীতের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে নিম্নচাপ। আবহবিদদের মতে, বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুই ঘূর্ণাবর্তের জেরেই শীতের আগমনের পথে বাধা তৈরি হয়েছে। রাজ্যের পরিমণ্ডলে ঠিকভাবে ঢুকতে পারছে না শীতল বাতাস। তাই নামছে না পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ। নাহলে অন্য বছর নভেম্বরের শেষ লগ্নে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকে।

Find Out More:

Related Articles:

Unable to Load More